রাজধানীতে জেএমবি সদস্য সন্দেহে আটক ১১

প্রকাশ: ২০১৫-১১-১০ ১২:১৩:০৫


Atok.2রাজধানীর উত্তরা থেকে জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ-জেএমবি সদস্য সন্দেহে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আটকদের কাছ থেকে বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে ডিবি।

 সোমবার রাতে অভিযান চালিয়ে ডিবি উত্তরের একটি টিম উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে তাদের আটক করে।
 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ‘জিহাদি বই’, বিস্ফোরক, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সানবিডি/ঢাকা/এসএস

তবে পুলিশের এই কর্মকর্তা তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় বিষয়ে বিস্তারিত জানাননি।

মুনতাসিরুল ইসলাম জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, দুপুরে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।