সূর্যিমামা

আপডেট: ২০১৫-১১-১০ ১৯:৫৩:৪৭


good-morning-sun-risingপ্রতিদিন সকাল বেলা
পূবাকাশে হাসে কে?
মিষ্টি-মধুর আলোক ছটায়
ভাসায় কে?

সকল কিছুর ক্লান্তি ভুলে
বাঁচতে নতুন শেখায় কে?
জানি সবার জবাবটা এক
সূর্যিমামা ছাড়া কে?