সাতক্ষীরার দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
|| প্রকাশ: ২০১৫-১১-১০ ২১:৩৫:১৫ || আপডেট: ২০১৫-১১-১০ ২১:৩৫:১৫

দেবহাটায় ৭১’ এর বীর মুক্তিযোদ্ধা বিপ্লবী নুর ইসলাম গাজী (৭৫) সোমবার বেলা ২টায় পারুলিয়ার জোয়ার-১ আদর্শ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…………..রাজিউন)।
মঙ্গলবার বেলা ১২ টায় মরহুমের পৈত্রিক ভিটা আজিজপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার পরিচালনা করেন এস আই বাশার ও তার চৌকশ দল। গার্ড অব অনার শেষে বাদ জোহর পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, প্রাক্তন ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা সংসদের আব্দুর রউফ, আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আব্দুল ওহাব, নজরুল ইসলাম। মৃত্যু কালে মরহুমের দুই স্ত্রী আনোয়ারা বেগম ও মীনা বেগম, ১ পুত্র বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম এবং ৩ কন্যা রোকেয়া, ছকিনা ও মোনয়ারা বেগম সহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।
সানবিডি/ঢাকা/রাআ
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৬০০ বন্যার্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ
-
পদ্মা সেতু উন্মুক্ত: জাজিরা-মাঝিকান্দি ঘাটে সুনসান নিরবতা
-
রূপগঞ্জে ২ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-
পদ্মা সেতু দেখে ফেরার পথে সড়কে ২ জনের প্রাণহানী
-
হবিগঞ্জে বন্যা: মৎস্য খামারিদের ৪২ কোটির বেশি ক্ষতি
-
পায়রা ও কুয়াকাটায় বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড