লঞ্চের ধাক্কায় ৩৫টি গরু নিয়ে ট্রলারডুবি
প্রকাশ: ২০১৫-০৯-২৩ ১৫:০২:৫৪
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে ৩৫টি গরু বহনকারী একটি ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনা ঘটে।
বুধবার বেলা দেড়টার দিকে ঐশী নামক একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
পরে ২৭ গরু উদ্ধার করা হয়েছে। বাকি ৮টা এখনো উদ্ধার করা যায়নি।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াস উদ্দিন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।