ভারত-পাক সিরিজ ডিসেম্বর-জানুয়ারিতে !

প্রকাশ: ২০১৫-১১-১১ ১২:৫৩:৩২


virat-kohliপ্রত্যাশিত ভারত-পাকিস্তান সিরিজ কি হতে চলেছে ? ডিসেম্বর-জানুয়ারিতে এই সিরিজ হওয়ার সম্ভবনা রয়েছে৷ বিসিসিআইয়ের সঙ্গে সরকারের এই বিষয়ে কথাবার্তা চলছে৷ সেক্ষেত্রে পাকিস্তানে নয়, কোনও নিরপেক্ষ ভেন্যুতেও নয়, ভারতেই এই সিরিজ হওয়ার সম্ভবনা রয়েছে৷ ১৫ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অল্প দিনের সিরিজ হওয়ার সম্ভবনা রয়েছে৷ ওই সিরিজে পাঁচটি একদিনের ম্যাচ ও দুটো টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে৷ বিসিসিআইয়ের এজিএমে এই সিদ্ধান্তগুলো হয়েছে৷ বিসিসিআইয়ের বৈঠকে ভারত-পাক সিরিজ ফের চালু করার বিষয়ে আগ্রহ দেখানো হয়েছে৷

আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা এই বিষয়ে বলেন, ‘ নিরপেক্ষ ভেন্যুর বদলে আমরা ভারতে এই সিরিজ খেলব৷ ভারতীয় দল পাকিস্তানে যাবে না, কেন না নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে রয়েছে৷ পাকিস্তানে কোনও আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে না৷ আমরা কোনও নিরপেক্ষ ভেন্যুতেও খেলতে চাই না৷ আমরা চাই সিরিজ ভারতেই অনুষ্ঠিত হোক৷’