টপটেন গেইনারে বস্ত্র খাতের ২ কোম্পানি
প্রকাশ: ২০১৫-১১-১১ ১৬:২৭:১০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনারে রয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এদিন গেইনারে ১০ কোম্পানির মধ্যে ২টি বস্ত্র খাতের। কোম্পানি ২টি হচ্ছে- মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড ও সিএমসি কামাল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ গেইনার তালিকায় ষষ্ঠ স্থানে থাকা মোজাফফর হোসেন স্পিনিং মিলসের প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৩ পয়সা বা ৪ দশমিক ৬১ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ২৯ টাকা ৫০ পয়সা দরে। এদিন ১ হাজার ৯৪ বারে কোম্পানিটির লেনদেন হয়েছে ১২ লাখ ৬৭ হাজার ২৫৬টি শেয়ার।
গেইনারের অষ্টম স্থানে রয়েছে সিএমসি কামাল। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ পয়সা বা ৫ দশমিক ৯৮ শতাংশ। আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন ১২ টাকা ৪০ পয়সা দরে। এদিন ২৬৫ বারে কোম্পানিটির ২ লাখ ৯১ হাজার ৩০৩ টি শেয়ার লেনদেন হয়।
এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ, জেমিনি সি ফুড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, ফার্মা এইডস, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং ইসলামী ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।