আবারো বাংলাওয়াশ! এবার জিম্বাবুয়ে
|| প্রকাশ: ২০১৫-১১-১১ ২১:৩০:৪০ || আপডেট: ২০১৫-১১-১৪ ১৩:২৫:৫৯

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আরেকটি দাপুটে জয়ে সফরকারী জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করেছে টাইগাররা। ‘ম্যাজিক বয়’ খ্যাত মুস্তাফিজুর রহমানের ওয়ানডেতে তৃতীয়বারের মতো ৫ উইকেটে সফরকারীদের ৬১ রানে হারায় স্বাগতিকরা।
এর আগে ইমরুল কায়েস ও তামিম ইকবালের ১৪৭ রানের উদ্ধোধনী জুটিতে ভর করে জিম্বাবুয়েকে ২৭৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ২৭৬ রান। জিম্বাবুয়ে ২৭৭ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান করতে সমর্থ হয়।