মাজারের খাদেমকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২০১৫-১১-১২ ১২:২৬:১৯


Hottaরংপুর জেলার কাউনিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে একটি মাজারের একজন খাদেমকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। কাউনিয়া থানার পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের হাতে নিহত রহমত আলী টেপা মধুপুর ইউনিয়নের বাজেমুশকুর গ্রামের বাসিন্দা।

তিনি তার বাবার নামে একটি মাজার প্রতিষ্ঠা করেছিলেন। সেই মাজারের খাদেম হিসেবে কাজ করার পাশাপাশি গ্রামের বাজারে তিনি ঔষধের ব্যবসা করতেন।

সেখান থেকে মঙ্গলবার রাতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং ঘাড়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার একদিন পর তা প্রকাশ হয়।

পুলিশ বলেছে, মাজার বিরোধী কোন গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা ধারণা করছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

গত ৩রা অক্টোবর এই কাউনিয়াতেই জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরণের হত্যার ঘটনা ঠেকাতে সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকার পাশাপাশি অভিযান চালাচ্ছে।