শাহাদাতের জামিন নামঞ্জুর

প্রকাশ: ২০১৫-১১-১২ ১৪:৫৫:২৭


Sahadatগৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তার জামিন নামঞ্জুর করেন। এদিন শাহাদাতের আইনজীবী অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু জামিনের আবেদন করেন।

গত ৫ অক্টোবর ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহাদাত। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

এরপর গত ৮ অক্টোবর ক্রিকেটার শাহদাতকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন। পরে ১৩ অক্টোবর তিন দিনের রিমান্ড শেষে শাহাদাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম।

গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী নির্যাতনের অভিযোগে শাহাদাতে বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়।

পরে ৪ অক্টোবর রাজধানীর মালিবাগে শাহাদাতের এক আত্মীয়ের বাড়ি থেকে স্ত্রী নিত্য শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ।