মাশরাফিদের ১১-১১-১১-১১
|| প্রকাশ: ২০১৫-১১-১২ ১৮:৫০:১৫ || আপডেট: ২০১৫-১১-১২ ১৮:৫০:৫৩

শিরোনাম দেখে অবাক হচ্ছেন তাই না? গতকাল জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়ে পুরো দেশকে আনন্দে মাতিয়েছে মাশরাফি-মুশফিকরা। বলতে পারেন এটা সেই আনন্দেরই একটা অংশ। একটা মজার তথ্য। আবার খেলাও বলতে পারেন।
আসুন তবে বিশ্লেষণ করা যাক শিরোনামের চার ১১-কে। এটা যে নভেম্বর মাস এটা আমরা সবাই জানি। ২০১৫ সালের ১১তম মাস। গতকাল যে ১১ তারিখ ছিল এটাও সবার জানা। জিম্বাবুয়ে বধে মাঠে নেমেছিলেন ১১ টাইগার এটাও জানে পুরো বিশ্ববাসী। ফুটবল বা ক্রিকেট তো আর ১২ জনে খেলে না, তাই না?
১১ টাইগার মিলে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়েছে সেটাও গতকাল চাক্ষুস দেখেছে পুরো বিশ্ব। কিন্তু এটা হয়তো অনেকেরই অজানা যে এটা বাংলাদেশের ওয়ানডেতে করা ১১তম হোয়াইট ওয়াশ। এখন পর্যন্ত ২০টি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। গতকাল জিম্বাবুয়েকে দিয়ে ১১তম হোয়াইট ওয়াশ পূর্ণ করল মাশরাফিরা। কী মিলল তো চার ১১-এর হিসাব। গোলমাল লাগলে আবার গোড়া থেকে শুরু করুন।
এ সফরে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ‘সাহসী’ জিম্বাবুয়ে। ১৩ নভেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। জিম্বাবুয়েকে সাহসী বললাম কেন জানেন? নিরাপত্তার কারণ দেখিয়ে যেখানে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বাংলাদেশ সফর বাতিল করেছে। জিম্বাবুয়ে সেখানে কুছ পরোয়া না করে বুক চিতিয়ে খেলতে এসেছে বাংলাদেশে। সেই ক্ষেত্রে তাদের সাহসী বলাই দোষের কিছু না, কী বলেন?
সানবিডি/ঢাকা/রাঅা