মাথাপিছু ঋণ বেড়েছে তিনগুণ
|| প্রকাশ: ২০১৫-১১-১২ ১৯:২৭:৩৯ || আপডেট: ২০১৫-১১-১২ ১৯:৩০:২৭

সরকারি দেনার কারণে দেশের মানুষের মাথাপিছু ঋণ পনের বছরে তিনগুণ বেড়েছে। গত ২০১৪-১৫ অর্থবছর শেষে তা ২৬ হাজার ১৫২ টাকায় এসে ঠেকেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু সরকারি ঋণের পরিমাণ প্রায় তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫২ টাকায়। যা ২০০০-২০০১ অর্থবছরে মাথাপিছু ঋণ ছিল ৯ হাজার ১১৪ দশমিক ১৭ টাকা।
তিনি আরও জানান, ২০১৪-১৫ অর্থবছরে ব্যাংকে গচ্ছিত জনগণের আমানত দাঁড়িয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৩০০ কোটি টাকা। যা ২০০০-২০০১ অর্থবছরে ছিল ৮১ হাজার ৬০৪ কোটি টাকা। গত ১৫ বছরে ৮ গুণেরও বেশি আমানত বেড়েছে।
সানবিডি/ঢাকা/রাআ
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
রিজার্ভ কমেছে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার
-
১১০ টাকায় সয়াবিন তেল বিক্রির ঘোষণা দিয়ে স্থগিত করল টিসিবি
-
কাল থেকে মিলবে ১১০ টাকায় সয়াবিন তেল
-
পোশাক শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরতে ‘মেইড ইন বাংলাদেশ উইক’
-
বিশ্ববাজারে এক সপ্তাহে ৪ শতাংশ কমেছে স্বর্ণের দাম
-
তীর-রূপচাঁদাসহ ভোজ্যতেলের ৮ কোম্পানির বিরুদ্ধে মামলা