সাভারে বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত

আপডেট: ২০১৫-১১-১২ ১৯:৪৫:১৭


savar_90538সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় শফুর উদ্দিন (২৫) নামে যমুনা ন্যাচারাল পার্কের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। অপরদিকে ধামরাই ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

বৃহস্পতিবার সকালে ওই নিরাপত্তাকর্মী কর্মস্থলে যেতে সময় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন। সে নগরকোন্ডা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে নিহতের নিজ এলাকায় নিয়ে যায়।

অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় লেগুনা, নূরানী পরিবহন ও এসবি লিংক নামের দুইট যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এঘটনায় আহত হয়েছে বাসের ৭ যাত্রীসহ লেগুনায় থাকা ৩জন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে লেগুনার চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, দুর্ঘটনা মারত্মক না হওয়ায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে। সেই সাথে দুর্ঘটনাকবলিত লেগুনা ও নূরানী পরিবহনের যান দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

সানবিডি/ঢাকা/রাআ