বিএল কলেজের সাবেক অধ্যাপক মুক্তি মজুমদার আর নেই
প্রকাশ: ২০১৫-১১-১২ ২০:০৯:৩৫
খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বাংলা বিভাগের প্রধান (অবঃ) প্রফেসর মুহম্মদ কায়কোবাদের স্ত্রী মুক্তি মজুমদার (৮০) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় খুলনার ফুলতলার আলকা গ্রামস্থ “আরণ্যক” ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রসঙ্গতঃ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ শিক্ষাবিদ গত দেড় বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। অসাম্প্রদায়িক অধ্যাপক মুক্তি মজুমদার ইসলাম ধর্মানুসারী প্রফেসর মুহম্মদ কায়কোবাদ এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তিনি সনাতন ধর্ম পালন করতেন। নিঃসন্তান এ শিক্ষক দম্পতি তাদের উপার্জিত অর্থ গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনের জন্য ব্যয় করতেন।
এদিকে অধ্যাপক মুক্তি মজুমদারের মৃত্যুর সংবাদ পেয়ে বিএল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ সাধন ঘোষ, অধ্যক্ষ শফিউল্লাহ সরদার, যশোর শিক্ষা বোর্ড কন্ট্রোলার মধাব চন্দ্র রুদ্র, নড়াউল ভিক্টরিয়া কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক শংকর নন্দী, মিজানুর রহমান লিখন, সহকারী অধ্যাপক প্রদ্যুৎ রুদ্র চৈতীসহ তার সহকর্মী, শিক্ষাবিদ, ভক্ত ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুক্রবার সকাল ৯টায় স্থানীয় শিকিরহাট মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
সানবিডি/ঢাকা/রাআ