ব্রিজের নীচে পড়ে আছে বিচ্ছিন্ন পা!
আপডেট: ২০১৫-১১-১৩ ১৯:১৪:১৮
রংপুর শহরের বড় রংপুর মাহিগঞ্জ দমদমা সড়কের পাশে ব্রিজের নীচ পড়ে আছে ব্যান্ডেজ বাধা একটি বিচ্ছিন্ন পা। এমন দৃশ্য দেখে ভড়কে যায় এলাকাবাসী। পরে পুলিশ এসে পাটি উদ্ধার করে। এটি কোনো প্রতিবন্ধীর কেটে ফেলা পা হতে পারে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকাল ৯টার দিকে মাহিগঞ্জ এলাকার মকবুল রাইচ মিল সংলগ্ন ব্রিজের নীচ থেকে পা’টি উদ্ধার করা হয়।
সকালে ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে একটি পা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফাদুল ইসলাম জানান, সকালে বস্তায় থাকা পা’টি উদ্ধার করা হয়েছে। এটি কোনো অপারেশন করা রোগীর কেটে ফেলা পা হতে পারে বলে জানান তিনি।
এদিকে, হঠাৎ করে ব্রিজের নীচে মানুষের পা পড়ে থাকার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ও শঙ্কা দেখা দিয়েছে। পা’টি দেখার জন্য সকাল থেকেই ব্রিজের আশপাশে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।