মাদক নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু
আপডেট: ২০১৫-১১-১৪ ১১:৪১:১৫
রাজধানীর কামরাঙ্গীরচরে জাগরণ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে মামুন নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, সকালে রাসেল, জনি, নাজমুল, টিটু ও রোমন নামে পাঁচজন অচেতন অবস্থায় মামুনকে হাসপাতালে নিয়ে আসেন।
তারা জানায়, গত এক মাস ধরে মাদকাসক্ত মামুন জাগরণ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার রাত থেকে বুকের ব্যথায় সে চিৎকার করছিল। সকালে তার কোনো সাড়া না পেয়ে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়।
তিনি আরও বলেন, মৃতের ঠিকানা জানা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ