জিম্বাবুয়ের নারীরাও খেলতে আসছে বাংলাদেশে

আপডেট: ২০১৫-১১-১৪ ১২:৩৭:০১


bangladesh zimbabweবাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর চট্টগ্রামে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ও জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার সিরিজ। অন্যদিকে, জিম্বাবুয়েতে চলছে বাংলাদেশ ‘এ’ দল ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার সিরিজ।

এর মধ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিরুদ্ধে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ ও ১৯ নভেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

ঢাকায় একদিন অবস্থানের পর ১৫ নভেম্বর কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ের নারী দলটি। স্বাগতিক দলের ক্রিকেটাররা আগে থেকেই কক্সবাজারে অবস্থান করছেন।

চলতি মাসের প্রথমদিকে দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফরের কথা ছিল। খেলা হওয়ার কথা ছিল কক্সাবাজারেই। নিজেদের অনুশীলনের জন্য কক্সবাজারে চলে যায় সালমা-জাহানারা-পান্না ঘোষরা। তবে, শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরটি স্থগিত করায় জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সানবিডি/ঢাকা/রাআ