সরকারের ‘ক্রসফায়ারের’ মুখে সুন্দরবন

আপডেট: ২০১৫-১১-১৪ ১২:৫২:৪৩


Abul maksudক্রসফায়ারে মানুষ হত্যার মতো সরকার সুন্দরবনকেও ‘ক্রসফায়ারে’ দিতে চায় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেছেন, ক্রসফায়ারে মানুষ হত্যা বন্ধ করতে না পারলেও যে কোনো মূল্যে সুন্দরবনকে ক্রসফায়ার দেওয়া থেকে প্রতিহত করা হবে।

সুন্দরবনের কোলঘেঁষে বাগেরহাটের রামপালে ভারতের সহায়তায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সুন্দরবন রক্ষায় জাতীয় কনভেনশনে আবুল মকসুদ সরকার এ মন্তব্য করেন। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি এ কনভেনশনের আয়োজন করেন।

সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তকে রাষ্ট্রঘাতী উল্লেখ করে আবুল মকসুদ বলেন, দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে আমরা এই প্রকল্পের বিরোধিতা করে আসছি। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত করছে না।

তিনি বলেন, আমরা সরকারের কোনো উন্নয়ন কাজের বিরোধিতা করি না। যে প্রকল্প গোটা জাতির সর্বনাশ করে তার বিরোধিতা করে থাকি।

সংগঠনের সভাপতি প্রকৌশলী শেখ মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে কনভেনশনে আরও বক্তব্য দেন- ওয়াকার্স পার্টির নেতা বিমল বিশ্বাস, তেল-গ্যাস রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আনু মোহাম্মদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মোশরেফা মিশু, অর্থনীতিবিদ এম এম আকাশ প্রমুখ।

সানবিডি/ঢাকা/রাআ