আওয়ামীলীগের রাজনীতি দেশ গড়া ও উন্নয়নের রাজনীতি: নারায়ণ চন্দ্র চন্দ

আপডেট: ২০১৫-১১-১৪ ১৪:০৯:৪৮


Narayan Mpমৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আওয়ামীলীগের রাজনীতি দেশ গড়া আর উন্নয়নের রাজনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ কৃষি, খাদ্য, বিদ্যুত, শিক্ষায় উন্নয়নের রোল মডেল। আওয়ামীলীগের আদর্শ প্রতিষ্ঠিত করতে তৃনমুল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে।

শুক্রবার বিকালে খুলনার ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বেজেরডাঙ্গাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থানীয় ওয়ার্ড শাখার নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইউনিয়ন সভাপতি আলী আজম মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, শেখ আফছার আলী, মোল্যা হেদায়েত হোসেন লিটু, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, এস কে মিজানুর রহমান, রবীন বসুসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/এসএস