যুক্তরাষ্ট্রে  হঠাৎ এলোপাতাড়ি গুলিতে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৯-০৬-০১ ১১:১৫:৪৩


যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পৌর ভবনে এক বন্দুকধারী পৌরকর্মীর হামলায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও  কয়েকজন। হতাহত ব্যক্তিদের প্রায় সবাই সন্দেহভাজন হামলাকারীর সহকর্মী। পরে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়।

স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে ভার্জিনিয়া বিচ শহরে এ হামলার ঘটনা ঘটে।

ভার্জিনিয়া পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে ভার্জিনিয়া বিচ সিটির একজন কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে। সরকারি সেবা প্রতিষ্ঠানের ওই ভবনে ‘এলোপাতাড়ি’ গুলি চালায় সে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়।

পুলিশের সুত্রে জানা যায়, হামলাকারী স্থানীয় সরকারের ওই কার্যালয়ে দীর্ঘদিন ধরেই কাজে নিয়োজিত ছিল। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে বন্দুকধারী ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ গিয়ে ভবনটি ঘিরে ফেলে এবং প্রতিষ্ঠানে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে শুরু করে।

স্থানীয় পুলিশ প্রধান জেমস সার্ভেরা জানিয়েছেন, বন্দুকধারী এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করেও গুলি চালাতে শুরু করে। ওই সময় পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পৌর ভবনে এক বন্দুকধারী পৌরকর্মীর হামলায় ১২ জন নিহত হয়েছেন। আহত কয়েকজন। হতাহত ব্যক্তিদের প্রায় সবাই সন্দেহভাজন হামলাকারীর সহকর্মী। পরে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে ভার্জিনিয়া বিচ শহরে এ হামলার ঘটনা ঘটে।