টস জিতে  ব্যাটিংয়ে ভারত

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-০৯ ১৯:৩৯:৫৩


ক্রিকেট বিশ্বের হটফেভারিট দুই দল ভারত-অস্ট্রেলিয়া । এবারের বিশ্বকাপে অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বনাম দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

শক্তি সামর্থে দুই দলই প্রায় সমানে-সমান। এবারের ভারতীয় দল যারা এই মুহূর্তে বিশ্বকাপের অন্যতম দাবিদার। সময়ের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে অন্যতম ফেভারিট হিসেবে এবারের আসরে পা রেখেছে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও।

এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ দুটিতে আফগানিস্তানকে সাত উইকেটে ও ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারিয়েছে তারা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ভারত।

এই লড়াইয়ে দল দুটির হাড্ডাহাড্ডি লড়াই হওয়াটা খুবই স্বাভাবিক। ভারত যেভাবে বিশ্বকাপ শুরু করেছে তাতে অনেকটাই স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট।

এবারের বিশ্বকাপ বড় রানের হবে এমনটাই আগাম বার্তা ছিল। যে কারনে এই বিশ্বকাপ যে ব্যাটসম্যানদের হবে সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে দাপটের সঙ্গে বল করেছে ভারতের বোলাররা তাতে ভারতীয় দলের শক্তিশালী দিক হয়ে উঠতে পারে বোলিংও। বিশেষ করে যুজবেন্দ্র চাহাল চমক মাঝে মাঝেই যে দেখা যাবে তার একটা ইঙ্গিত তো পাওয়া গিয়েছে। সঙ্গে জাসপ্রিত বুমরাহ তো আছেনই।

যদিও দক্ষিণ আফ্রিকার মতো সহজ হবে না অস্ট্রেলিয়া ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

ম্যাচটিতে সবার নজর থাকবে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়া পেসার মিচেল স্টার্কের দিকে। যদিও প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান পাননি কোহলি (১৮)। তবে তিনি যে বেশিদিন রানের বাইরে থাকেন না তা সকলেরই জানা। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের ব্যাট থেকেই বড় রানের ঝড় উঠতে পারে। আর এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের গড় ৫৩ এর ওপরে। অন্য দিকে, স্টার্ক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন। দারুণ ছন্দে আছেন তিনি। কোহলিকে থামিয়ে দেওয়ার লক্ষ্য থাকবে তার।

অন্যদিকে, বুমরাহ ও ডেভিড ওয়ার্নারের লড়াইও জমে যেতে পারে ব্যাটে-বলে। আইপিএলে সর্বোচ্চ রান করে বিশ্বকাপেও রানের মধ্যে রয়েছেন ওয়ার্নার। রানের মধ্যে রয়েছেন স্টিভ স্মিথও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি। ভারতের বোলারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে তাকে।

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে মোট ম্যাচ হয়েছে ১১টি। এর মধ্যে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। দলটির জয় আট ম্যাচে। তিনটি ম্যাচ জিতেছে ভারত।

দল দুটির মধ্যে মোট ওয়ানডে ম্যাচ হয়েছে ১৩৬টি। এর মধ্যে অস্ট্রেলিয়ার জয় ৭৭টি ম্যাচে; ভারতের জয় ৪৯টি ম্যাচে। পরিত্যাক্ত ১০টি ম্যাচে।

 

সানবিডি/ এমএফইউ