শিশুদের নতুন পোশাক দিলো খেলাঘর ঢাকা মহানগর উত্তর
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-০৯ ১৯:২৯:১৫
যে কোন উৎসবেই সকল মা-বাবা চায় তার সন্তানের গায়ে নতুন পোশাক থাকুক। হয়তো অনেক সময় কারো কারো পক্ষে কষ্টসাধ্য হয়ে যায়। আবার অনেক শিশু থাকে যাদের হয়তো অভিভাবকই নেই। এই মানুষগুলোর মধ্য থেকে কিছু শিশুর জন্য নতুন পোশাক বিতরণ করেছে খেলাঘর ঢাকা মহানগর উত্তর।
৩ জুন, সোমবার, সকাল ১০টায় খেলাঘর কেন্দ্রীয় কার্যালয় মোহাম্মপুরে শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন পোশাক বিতরণ করেন খেলাঘর চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম।
এসময় উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, সম্পাদক আমিনুল ইসলাম আকন, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান, সহ-সভাপতি শাহনাজ বেগম, সাধারণ সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সাল, সম্পাদক হুমায়ুন কবির,সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিতিদের ঈদর শুভেচ্ছা জানিয়ে পোশাক বিতরণ শেষ করা হয়। উল্লেখ্য যে, ঈদ উপলক্ষ্যে খেলাঘর চেয়ারপার্সন শিশুদের ঈদ সালামি হিসেবে নতুন টাকাও প্রদান করেন।