মে মাসে কমেছে বিও অ্যাকাউন্ট খোলার পরিমাণ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১০ ১১:৩৭:২৬


পুঁজিবাজারে নতুন বিও অ্যাকাউন্ট খোলার পরিমাণ কমেছে।  গত মে মাসে নতুন বিও অ্যাকাউন্টের পরিমাণ কমেছে ৩ হাজার ৩৯৯টি। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এপ্রিল মাসের ২৯ তারিখ পর্যন্ত পুঁজিবাজারে বিও হিসাব ছিল ২৮ লাখ ৩৫ হাজার ১৭০টি। যা ৩১ মে মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৩১ হাজার ৭৭১টি। সে হিসেবে মে মাসে বিও অ্যাকাউন্টের পরিমাণ কমেছে ৩ হাহার ৩৯৯টি।

মে মাস শেষে মোট ২৮ লাখ ৩১ হাজার ৭৭১ জন বিনিয়োগকারীর মধ্যে পুরুষ রয়েছে ২০ লাখ ৭৬ হাজার ৬৯৬ জন। যা এর আগের মাস শেষে ছিল ২০ লাখ ৭৮ হাজার ৭৩১ জন। সেই হিসাবে মে মাসে পুরুষ বিনিয়োগকারীর বিও কমেছে ২ হাজার ৩৬ টি।

আলোচ্য সময়ে নারী বিরিয়োগকারী বিও হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৭৫টি। এর আগের মাস শেষে যা ছিল ৭ লাখ ৫৬ হাজার ৪৩৯টি। সে হিসেবে নারী বিনিয়োগকারীর সংখ্যা কমেছে ১ হাজার ৩৬৪টি।

আলোচ্য মাসে কোম্পানি বিনিয়োগকারী বা কোম্পানি বিও হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ২৫৫টিতে। এর আগের মাস শেষে যা ছিল ১৩ হাজার ১৫০টি।

এছাড়া এই সময়ে ব্যক্তি হিসাবের পরিমাণ ১৭ লাখ ৮৭ হাজার ৮৯২টি। যৌথ হিসাব ১০ লাখ ৪৩ হাজার ৮৭৯টি। প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাবের পরিমাণ ১ লাখ ৬৯ হাজার ৯৬৮টি, সাধারণ বিনিয়োগকারীর বিও সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৮০৩টি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে ৩৮ হাজার ২০৯টি। ফেব্রুয়ারী মাসে নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে ১৮ হাজার ১৬২টি। মার্চ মাসে নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে ৮ হাজার ৫৬৮টি। আর এপ্রিল মাসে ৩ হাজার ৩২৩টি নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে। অর্থাৎ গত চার মাস ধরেই নতুন বিও অ্যাকাউন্ট খোলার পরিমাণ বেড়েছে।

সান বিডি/এসকেএস