বাজেট অধিবেশন শুরু আজ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১১ ১১:১৩:২১


আজ শুরু হচ্ছে  ২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশন। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট এটি। বিকেল ৫টায় শুরু হবে এই বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১১ মে এ অধিবেশন আহ্বান করেছেন।

এ অধিবেশনে ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট উত্থাপন করার কথা রয়েছে। এরইমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উত্থাপনের এ তারিখ ঘোষণা করেন। অধিবেশন কতদিন চলবে, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তা নির্ধারিত হবে। অধিবেশন শুরুর ১ ঘণ্টা আগে বৈঠক করবে কমিটি।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ১৩ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট এটি। বাজেট উত্থাপনের পর ২৭ বা ২৯ জুনের মধ্যে সাধারণ আলোচনা শেষ করে অর্থ বিল পাস হবে। এরপর ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাস হবে। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। ২০১৯-২০ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৫ লাখ ২৫ হাজার কোটি টাকা।

বাজেট অধিবেশন সম্পর্কে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বাজেট অধিবেশন হওয়ায় সংসদ সচিবালয় নানা প্রস্তুতি নিয়েছে। বাজেট পেশের দিন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ বিশিষ্টজনরা সংসদে উপস্থিত থাকেন। এজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়। এবারো তা করেছে সংসদ। প্রস্তুত রাখা হয়েছে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক। এ ডেস্ক থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন সংসদ সদস্যরা।

এটি চলমান একাদশ সংসদের তৃতীয় অধিবেশন। এর আগে দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল ২৪ এপ্রিল। মাত্র পাঁচ কার্যদিবস চলা এ অধিবেশন শেষ হয় ৩০ এপ্রিল। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।