ডিএসইতে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১১ ১৫:০৪:৩৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকার। যা ২ মাস ২৭ দিন বা ৫৩ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। আগে চলতি বছরের ১৪ মার্চ ডিএসইতে লেনদেন আজকের চেয়ে বেশি হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৮৫ কোটি টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯২১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১৫৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৬৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকা।
সান বিডি/এসকেএস