বিশ্বকাপে অষ্ট্রেলিয়া-পাকিস্তান মহারণ আজ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১২ ১১:১১:৪২


বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে বর্তমান ও সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ান পাকিস্তান ও অষ্ট্রেলিয়া। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে ভিন্ন ভিন্ন চিত্র অস্ট্রেলিয়া ও পাকিস্তান শিবিরে। টুর্নামেন্ট শুরুর আগে উড়তে থাকলেও আগের ম্যাচে ভারতের কাছে হেরে কিছুটা ধাক্কা খেয়েছে টিম অস্ট্রেলিয়া। অন্যদিকে, হারের বৃত্ত থেকে কোনোভাবেই বের হয়ে আসতে না পারা পাকিস্তান বিশ্বকাপের এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল ইংল্যান্ডকে কিছুদিন আগে হারিয়ে দিয়েছে।

তবে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স আশা জোগাবে অস্ট্রেলিয়াকে। কারণ গত মার্চে পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে ৫-০’তে হোয়াইটওয়াশ করে এসেছে তারা। এছাড়া শেষ ১৫ ওয়ানডেতে পাকিস্তান মাত্র ১টি ম্যাচই জিততে পেরেছে অসিদের বিপক্ষে।

চলুন এবার এক নজরে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের বেশ কিছু পরিসংখ্যান জেনে নেয়া যাক :

১. ওয়ানডে ক্রিকেটে ১০৩বারের মুখোমুখি দেখায় পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে অস্ট্রেলিয়া। পাকিস্তানের মাত্র ৩২ জয়ের বিপরীতে অসিদের জয় ৬৭ ম্যাচে। এদিকে বাকি ৪ ম্যাচের ৩টি ম্যাচ পরিত্যক্ত এবং অন্যটি টাই হয়।

২. বিশ্বকাপে মুখোমুখি দেখায়ও পাকিস্তানের চেয়ে বেশি জয় অস্ট্রেলিয়ার। ৯ ম্যাচে পাকিস্তানের জয় ৪টিতে আর অস্ট্রেলিয়ার ৫।

৩. দলীয় সর্বোচ্চ

অস্ট্রেলিয়া : ৩৫৯/৭, অ্যাডিলেইড, ২০১৭

পাকিস্তান : ৩১৫/৮, লাহোরম ১৯৯৮

৪. দলীয় সর্বনিম্ন

অস্ট্রেলিয়া : ১২০/১০, হোবার্ট, ১৯৯৭

পাকিস্তান : ১০৮/১০, নাইরোবি, ২০০২

৫. সর্বোচ্চ রান

রিকি পন্টিং- ৩৩ ম্যাচে ১১০৭ রান

জাভেদ মিয়াঁদাদ- ৩৫ ম্যাচে ১০১৯ রান

৬. সেরা ইনিংস

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ১৭৯ রান

হারিস সোহেল (পাকিস্তান)- ১৩০ রান

৭. সর্বোচ্চ উইকেট

গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) – ৫৭ উইকেট

ওয়াসিম আকরাম (পাকিস্তান)- ৬৭ উইকেট

৮. সেরা বোলিং

কার্ল র‍্যাকমেন (অস্ট্রেলিয়া)- ৫/১৬

শহীদ আফ্রিদি (পাকিস্তান)- ৬/৩৮