গাড়ির তেল জোগাড় করতে হাঁস-মুরগি চুরি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১২ ১১:৪৭:১৭
দুই কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি কিনেছেন। কিন্তু সেই দামী গাড়ির পেট্রল কেনার টাকা জোগাড় করতে হাঁস, মুরগি চুরি করা শুরু করেছেন এক ব্যবসায়ী। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ চীনের লিনশুইয়ের সিচুয়ান প্রদেশে।
ইতোমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, বিএমডব্লিউ গাড়ির খরচ তুলতে হাঁস-মুরগি চুরি করতেন তিনি।
তবে পঞ্চাশ বছর বয়সী ওই ব্যক্তির নাম জানা যায়নি। সম্প্রতি ২ লাখ ৮৯ হাজার ৫শ মার্কিন ডলার খরচ করে একটি বিএমডব্লিউ কিনেছিলেন তিনি।
তবে শেষ পর্যন্ত সেই গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ জোগাতে পারছিলেন না। সে কারণেই হাঁস-মুরগি চুরি করে সেগুলো বাজারে বেচে গাড়ির তেলের টাকা জোগাড় করতে শুরু করেন।