দর বৃদ্ধির শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১২ ১৬:১৩:০৬
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৩৪ বারে ১০ লাখ ৫৮ হাজার ৯৮৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা বিজিআইসির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৬৬ বারে ৭ লাখ ৬১ হাজার ৭৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৮০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৬০২ বারে ২৯ লাখ ৪৪ হাজার ১৩৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডায়িং, ঢাকা ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।
সান বিডি/এসকেএস