দর পতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১২ ১৬:১৮:৫৮


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) শেয়ার দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৯ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৩ বারে ১০ হাজার ৩৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৩ শতাংশ বা ৮০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৮ বারে ২ হাজার ৭৫৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪১ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৫৮ বারে ৮২ হাজার ২৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ লাখ ৬২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, নিউ লাইন, জেনারেশন নেক্সট, আরএন স্পিনিং, সিএনএ টেক্স ও প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।

সান বিডি/এসকেএস