বরিশালে ছাত্রী উত্যক্ত:  সংঘর্ষে ছাত্রলীগ নেতা আহত

প্রকাশ: ২০১৫-১১-১৪ ১৮:৩৫:১০


Rapeবরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটেছে। এঘটনায় জেলা ছাত্রলীগ নেতাসহ ৫জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  শনিবার এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিকসূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের শেখর হালদারের মেয়ে জেএসসি পরীক্ষার্থী সুমা হালদারকে একই এলাকার প্রিয়লাল মন্ডলের ছেলে বিজয় মন্ডল স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করত। পরে বিজয় মন্ডল সুমাকে বিয়ে করার প্রস্তাব দেয় মেয়ের পরিবারের কাছে।

এরপর মেয়ের পিতা শেখর হালদার বিজয়কে বাড়িতে ডেকে নিয়ে মারধর করে। বিজয়কে মারধরের ঘটনার জের ধরে শেখর হালদারের বাড়ির লোক হওয়ায় ঐচারমাঠ বাজারে বসে বিজয়ের নেতৃত্বে ৩জনে বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক বাবুল হালদারকে শুক্রবার রাতে মারধর করে আহত করে।

এসময় মারধর ফিরাতে গিয়ে ২জন আহত হয়েছে। এব্যাপারে আগৈলঝাড়া থানার এএসআই পরেশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।