যত ট্যুইট তত ডলার দান

প্রকাশ: ২০১৫-১১-১৪ ১৮:৪৫:০২


muslim-girl-655x360তিনি মুসলিম। তাই তিনি নাকি খুন, যৌনতা এসব পছন্দ করেন। এমন কথা ফেসবুক-ট্যুইটারে প্রায়ই দেখতে হয় অস্ট্রেলিয়ার বাসিন্দা সুজান কারল্যান্ডকে। মনে মনে রাগ করেছেন কিন্তু থামাতে পারেননি। তাই এবার গান্ধীগিরির পথই বেছে নিলেন ওই মহিলা। ঠিক করলেন যতবার তাঁর উদ্দেশে এই ধরনের করবেন ইউনিসেফকে। ইতিমধ্যে তিনি ১০০০ ডলার দাও করে ফেলেছেন।

অস্ট্রেলিয়ার এক মুসলিম ব্যক্তিকে বিয়ে করেছেন তিনি। তারপর থেকেই তাঁর কাছে এই ধরনের অস্বস্তিকর মেসেজ আসতে থাকে। তিনি নাকি যুদ্ধ-খুন-যৌনতা এসবই কেবলমাত্র পছন্দ করেন। কেউ তাঁকে অস্ট্রেলিয়া ছাড়ার হুমকি দেন, কেউ আবার তাঁর মৃত্যুকামনা করেন। জিহাদি বলে সম্বোধন করা হয় তাঁকে। যখন তিনি সবাইকে ব্লক করতে করতে পাগল হয়ে যাচ্ছিলেন সেইসময়ই এই উপায়টা মাথায় আসে তাঁর। তাই এই অভিনব উপায়ে প্রতিবাদ জানাতে শুরু করেছেন তিনি।