পুঁজিবাজারের কাঠামো সমস্যা, প্রণোদনায় কাজে আসবে না

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৬-১৪ ১৪:০৬:০২


পুঁজিবাজারের কাঠামো সমস্যা তুলনা করলে কাজে আনবে না প্রণোদনা। ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট পর্যালোচনা করে এই মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আজ শুক্রবার বাজেট প্রতিক্রিয়া তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, তৌফিকুল ইসলাম খান, ড. ফাহমিদা খাতুন প্রমুখ।

তিনি বলেন, ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারের জন্য যে প্রণোদনা দেওয়া হয়েছে তা বাজারের জন্য ভালো। তবে কাঠামোগত পরিবর্ত না হলে এ প্রণোদনা কাজে আসবে না। কাঠামোগত পরিবর্তনের মধ্যে রয়েছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সংস্কার।

তিনি বলেন, ব্যাংক এবং পুঁজিবাজার থেকে যারা সুবিধাভোগী; তারা অনেক কিছু করতে দিবে না। শুধু প্রণোদনা দিলেই পুঁজিবাজারে কাজে আসবে না। এর জন্য সুশাসন প্রয়োজন। পুঁজিবাজারকে কাজে লাগাতে হবে। আমরা সঠিকভাবে পুঁজিবাজারকে কাজে লাগাতে পারছি না। পুঁজিবাজারকে কাজে লাগিয়ে সরকারের বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করা যেতে পারে।

 

সান বিডি/এসকেএস