ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৬ ১৫:১৭:৩৪
ইংল্যান্ডে চলমান বিশ্বকাপে আজকের ভারত-পাকিস্তান বিগ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
এ ম্যাচ জিতার কৌশল জানিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক এবং বর্তমান দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান খান যখন ফর্মের তুঙ্গে ছিলেন, তখনো বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সেই ইমরান খানই এখন তার উত্তরসূরী সরফরাজ আহমেদ এবং তার দলকে বিশ্বকাপে ভারতকে হারানোর কৌশল বাতলে দিচ্ছেন। এটা অবশ্য দোষের কিছু নয়। পাকিস্তানের অনেক সাবেক বড় তারকা থাকলেও ইমরান খানের বিষয়টা ভিন্ন। তিনি যে এখন দেশটির অভিভাবক, প্রধানমন্ত্রী।
ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হচ্ছে ভারত-পাকিস্তান মহারণ। উত্তেজনার দিক দিয়ে এটাই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ। এমন ম্যাচের আগে তার দলকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন ইমরান খান। ক্ষণে ক্ষণে টুইট করছেন নানা অনুপ্রেরণামূলক উপদেশ।
ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খান পাকিস্তান দলের খেলোয়াড়দের উপদেশ দিয়ে যাচ্ছেন। ইমরান বলেন, ‘হারের সব ভয় মন থেকে দূর করতে হবে। সাহসী মনই পারে ফল পক্ষে আনতে। আর হারের ভয় দলের মধ্যে ফেলে নেতিবাচক প্রভাব।’
আরেক টুইটে ইমরান খান লিখেছেন, ‘এ ম্যাচে হয়তো ভারত ফেভারিট। তাই বলে হেরে যাওয়ার শঙ্কায় থাকা যাবে না। তোমরা শেষ বল পর্যন্ত লড়াই করবে, নিজেদের সেরাটা দেবে। মাঠে প্রকৃত ক্রীড়াবিদের মতো মাথা উঁচু করে খেলবে। দেশের মানুষের দোয়া সব সময় তোমাদের সঙ্গে আছে। গুড লাক।’