ব্লক মার্কেটে লেনদেন ৩ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৬ ১৬:২৩:১৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে  ৩ কোম্পানির ৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৭ লাখ ৭৫ হাজার ৩০০টি শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৬৬ লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য  ১ কোটি ৩৯ লাখ টাকা।

ব্লক মার্কেটে বঙ্গজ লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে। কোম্পানিটির ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা।

এসকে ট্রিমস ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১ লাখ টাকা।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ কেবলস,এস্কয়ার নিট কম্পোজিট, জেনারেশন নেক্সট, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড, কে অ্যান্ড কিউ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সান বিডি/এসকেএস