‘তারা জানেনা পরবর্তী খাবার কখন পাবে’  

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১৬ ১৬:৫০:৫৭


শুক্রবার জাতিসংঘ সংস্থা জানিয়েছে, দক্ষিন সুদানে ক্ষুধার্ত মানুষের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে।সেখানে প্রায় ৭ লক্ষ মানুষ ক্ষুধার্ত অবস্থায় জীবন-যাপন করছে।দেশটিতে পাঁচ বছর যুদ্ধ চলার পরে একটি শান্তিচুক্তি হয়েছে এবং যুদ্ধ বন্ধ হয়েছে তা সত্তেও এত মানুষ অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে।

দক্ষিন সুদানে প্রত্যেক বছর ক্ষুধার্ত মানুষের সংখ্যা উদ্দেগজনকহারে বেড়ে চলছে।সেখানে লক্ষ লক্ষ মানুষ নিশ্চিত হতে পারে না কখন তারা পরবর্তী খাবার পাবে।নির্দিষ্টভাবে বছরের মে থেকে জুলাই মাসে এই সংখ্যাটা আরো বৃদ্ধি পায়।হাসিও- উই লি বিশ্ব খাদ্য সংস্থার প্রোগ্রামে এসব কথা বলেন।

সানবিডি/ নুরুজ্জামান