ওয়ার্ল্ড আরচারিতে বাংলাদেশের প্রথম পদক

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৭ ০৬:৩৬:৩৬


ইতিহাস গড়ে অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া আরচার রোমান সানা পদক নিয়েই ফিরছেন ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপ থেকে। রোববার নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপের পুরুষ এককের ব্রোঞ্জের লড়াইয়ে রোমান ৭-১ সেট পয়েন্টে হারিয়েছেন ইতালির নেসপলি মাওরোকে। ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপে এই প্রথম বাংলাদেশের কোনো আরচার পদক পেলেন।

এর আগে এই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে অবিস্মরণীয় সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের রোমান সানা। গড়েছেন নতুন ইতিহাস, অর্জন করেছেন ২০২০ সালে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা।

রোমান সেমিফাইনালে হেরেছিলেন ৭-৩ সেটে মালয়েশিয়ার খায়রুল আনোয়ারের কাছে। কোয়ার্টার ফাইনালে রোমান স্বাগতিকদের ফন ডেন বার্গকে ৬-২ সেটে পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে পেয়েছিলেন সেমিফাইনালের টিকিট।

প্রি-কোয়ার্টার ফাইনালে রোমান সানা ৬-৪ সেটে হারিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কিম উ জিনকে। আর তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রতিযোগীকে হারিয়েছিলেন ৬-৪ সেট পয়েন্টে।