রথী-মহারথীদের পাশে সাকিব

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৮ ১০:৩৮:৫৬


চার বছর আগের বিশ্বকাপে অচেনা-অবিশ্বাস্য এক মাহমুদউল্লাহকে দেখেছিল বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরিই ছিল না যেখানে, মাহমুদউল্লাহ করে বসলেন টানা দুটি সেঞ্চুরি। সেই কীর্তিকে এবার ছুঁয়ে ফেললেন সাকিব। শুধু তা-ই নয়, মাহমুদউল্লাহর চার বছর আগের অবিশ্বাস্য রান-ফোয়ারাকে পেরিয়ে গেলেন চার ম্যাচেই। গত আসরে ৬ ম্যাচে মাহমুদউল্লাহ ৩৬৫ রান করেছিলেন ৭৩ গড়ে। বিশ্বকাপে সেটাই ছিল এক আসরে কোনো বাংলাদেশির সর্বোচ্চ রান। ৪ ম্যাচেই সাকিবের রান হয়ে গেল ৩৮৪।

মাহমুদউল্লাহর টানা দুই সেঞ্চুরির কীর্তি ছুঁলেন, এর আগে ছুঁয়েছেন বিশ্বকাপে প্রথম ৪ ম্যাচে ৫০ কিংবা তাঁর বেশি ইনিংস খেলার কীর্তি। ১৯৮৭ বিশ্বকাপে নভজ্যোত সিং সিধু, ১৯৯৬ বিশ্বকাপে শচীন টেন্ডুলকার, ২০০৭ বিশ্বকাপে গ্রায়েম স্মিথ আর ২০১৫ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারা টানা চার ইনিংসে ৫০ কিংবা এর বেশি রান তোলেন। এর মধ্যে সাঙ্গাকারা তো টানা চার সেঞ্চুরির অবিশ্বাস্য কীর্তি গড়েছেন। সেটি এক দিক দিয়ে সাকিবের জন্য দুই ইনিংসের দূরত্ব। অনেক দূরের পথ কিন্তু! তবে টানা দুই বিশ্বকাপ সেঞ্চুরি দিয়ে সতীর্থ মাহমুদউল্লাহকে ছোঁয়ার পাশাপাশি এরই মধ্যে সাকিব বসেছেন মার্ক ওয়াহ, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিংদের পাশে।