২০১৮ সালে ৭০ মিলিয়নেরও বেশী মানুষ বাস্ত্তহারা হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১৯ ১৭:০৩:২৭
জাতীসংঘ শরর্ণাথী সংস্থা ( ইউএনএইচসিআর) জানিয়েছে গতবছর বিশ্বব্যাপী যু্দ্ধ,অত্যাচার এবং সংঘর্ষের কারনে ৭০ লাখেরও বেশী মানুষ বাস্ত্তহারা হয়েছে। সংস্থার প্রতিষ্ঠার ৭০ বছরের ইতিহাসে যার পরিমান সর্বাধিক।এবং এর পরিমান ধারাবহিকভাবে বেড়েই চলেছে।
সংস্থাটির বার্ষিক প্রতিবেদন জানিয়েছে, গত বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৭০.৮ মিলিয়ন মানুষ জোরপূর্বক স্থানান্তর হয়েছে। যেটা পূর্ববর্তী বছরের চেয়ে প্রায় ২.৩মিলিয়ন বেশী।
এই সংখ্যাটা গত বিশ বছরের আগের হিসাবের চেয়ে দ্বিগুন।বিশ্বব্যাপী প্রতিদিন নতুন করে প্রায় ৩৭০০০ মানুষ বাস্ত্তহারা হচ্ছে।আর এর সংখ্যা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারন বিভিন্ন দেশে চলমান গৃহযুদ্ধ।
জাতীসংঘের প্রত্যাবাসন বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রাণ্ডি জানিয়েছেন,আমরা যা দেখছি ক্রমবর্ধমান বৃদ্ধি পা্ওয়া এই বিপুল পরিমান শরণার্থীর জন্য যুদ্ধ,সংঘর্ষ ও অত্যাচার থেকে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
সানবিডি/নুরুজ্জামান
সূত্র:বিবিসি