আজারবাইজান বাাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে চায়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৯ ১৭:৩৫:৪৯
আজারবাইজান বাংলাদেশ থেকে আসবাবপণ্য, সিরামিক টাইলস, ওষুধ এবং আইটি সামগ্রী আমদানি করতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। দু’দেশের ব্যবসায়িদের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর বিষয়েও দেশটি আগ্রহী। এফবিসিসিআই এবং আজারবাইজানের শীর্ষ চেম্বারের মধ্যে ‘যৌথ চেম্বার’ গঠনের বিষয়েও দুপক্ষ ইচ্ছা প্রকাশ করেছে।
এফবিসিসিআই নেতৃবৃন্দ এবং আজারবাইজানের রাষ্ট্রদূত ড. আশরাফ শিখালিয়েভ-এর মধ্যে আজ এফবিসিসিআই ভবনে অনুষ্ঠিত এক সভায় এসব আলোচনা হয়।
বৈঠককালে এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো: মুনতাকিম আশরাফ বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক কার্যক্রমে দেশের বেসরকারি খাতের ভূমিকা তুলে ধরেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশের অভাবনীয় অর্থনৈতিক উন্নয়নের কথা উল্লেখ করে জনাব আশরাফ আজারবাইজানের ব্যবসায়িদেরকে বাংলাদেশের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ বিনিয়োগের আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দেয়া আকর্ষণীয় সুবিধাসমূহও তুলে ধরেন।
বৈঠক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এফবিসিসিআই নেতৃবৃন্দকে আজারবাইজান সফরের আমন্ত্রণ জানান। এফবিসিসিআই সভাপতি আগামি অক্টোবরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজারবাইজান সফরের সময় তাঁর সফরসঙ্গী হিসেবে আজারবাইজান ভ্রমণের ব্যাপারে সম্মতি জানান।