টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০১৯-০৬-২০ ১৫:২৪:১৭
ইংল্যান্ডে চলমান বিশ্বকাপে আজকের ম্যাচটি বাঁচা-মরার ম্যাচ না হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কেননা বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে বেশ ভালোভাবে টিকে থাকতে হলে এ ম্যাচ জেতা চাই বাংলাদেশের। এ ছাড়াও ১৪ বছর ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে না জেতার আক্ষেপও কমানোর সুযোগ রয়েছে টাইগার ক্রিকেটারদের সামনে।
এই ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে। টস জিতে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স কেরি, নাথান কুল্টার নাইল, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।