ব্লক মার্কেটে লেনদেন ২০ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২০ ১৫:২১:৩৫
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানির ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৫৮ লাখ ১৩১টি শেয়ার ৩২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২০ কোটি ২৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ১১ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪১ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ভিএফএস থ্রেড ডাইংয়ের।
এছাড়া আমান ফিডের ২ কোটি ২১ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ৩৯ লাখ ১৫ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৯১ লাখ ১১ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৮৪ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪২ লাখ ৪৬ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩৫ লাখ ৩১ হাজার টাকার এবং আরএন স্পিনিংয়ের ৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস