নাটোরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-০৬-২১ ০৯:২৩:১৫


নাটোরের গুরুদাসপুরে ট্রাক ও পিকআপভ্যানের মধ্যে সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার নাটোর-সিরাজগঞ্জ সড়কের রাণীগ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সিরাজগঞ্জের তাড়াশের আবদুল কাদের (৫০) ও রুহুল আমিন (৩৫)। অন্যজনের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

ওসি বলেন, আজ সকালে সিরাজগঞ্জ থেকে একটি পণ্যবাহী ট্রাক এবং শ্রমিকদের নিয়ে একটি পিকআপ ভ্যান নাটোরের দিকে যাচ্ছিল। রাণীগ্রাম এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা তিন শ্রমিক নিহত হন।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।