বায়ু দূষণে বছরে পৌনে দুই লাখ প্রাণ ঝরছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৩ ১৩:৫৬:৫৩
অব্যাহত বায়ু দূষণের কারণে প্রতিবছর এশিয়ায় মারা যায় ২৬ লাখ মানুষ। এর মধ্যে প্রায় এক লাখ ৭৫ হাজার মানুষের মৃত্যু হচ্ছে বাংলাদেশে। পরিবেশ বিষয়ক এক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকায় এক সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, বায়ু দূষণের কারণে এশিয়ায় প্রতিবছর মারা যায় ২৬ লাখ মানুষ। এই কারণে বিশ্বজুড়ে প্রতি আটজনের মধ্যে একজনের মৃত্যুর হয়ে থাকে। তিনি বলেন, দক্ষিণ পূর্ব এশিয়া ও পশ্চিম প্যাসিফিক অঞ্চলের তিনজনের মধ্যে দুইজনের মৃত্যু হয় বায়ু দূষণ জনিত কারণে।
অধ্যাপক কামরুজ্জামান বলেন, দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর সবচেয়ে বেশি বায়ু দূষণে শিকার বাংলাদেশ। আর দিল্লির পর দূষিত শহর ঢাকা। বায়ু দূষণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শহুরে মানুষ। শিশু, দরিদ্র এবং বয়স্ক নাগরিকরা এর বেশি শিকার।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ওয়াটার কিপার্স বাংলাদেশ, ইকো সোসাইটিসহ ১০টি পরিবেশবাদী সংগঠন এ সেমিনারের আয়োজন করে।
সূত্র : ভোয়া বাংলা