রিটেইনড আর্নিংসে করঃ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে-সালমান এফ রহমান
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৬-২৪ ১২:০৪:২৮
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো রিটেইনড আর্নিংয়ের উপর প্রস্তাবিত জাতীয় বাজেটে যে কর আরোপ করা হয়েছে তা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রাধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
সোমবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি) কার্তৃক প্রকাশিত বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। রাজধানীর হোটেল সোনারগাওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
এ সময় প্রধান অতিথি আরও বলেন, রিটেইনড আর্নিংয়ের উপর কর আরোপ করা হলে তা ডাকল করে রূপান্তরিত হবে। যা কোম্পানির বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ফলে চূড়ান্ত বাজেটের আগে সরকার বিষয়টি সিরিয়াসলি বিবেচনা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি হিসাবে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক মোঃ আবুল কালাম আজাদ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা)নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ।
প্রতিবেদন উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইন্সটিটিউট (PRI)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম।
সান বিডি/এসকেএস