দর বৃদ্ধির শীর্ষে ৮ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৪ ১৬:৪৫:৩৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আট মিউচ্যুয়াল ফান্ড।  তালিকার শীর্ষে রয়েছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ফান্ডটির দর বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ।  ফান্ডটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৭ বারে ৮১৬টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৯ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর বেড়েছে ১ পয়সা বা ৯.৫২ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ১১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ৬২১ বারে ২৯ লাখ ৩৩ হাজার ৩৫৪টি শেয়ার লেনদেন করে।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর বেড়েছে ৫০ পয়সা বা ৯.০৯ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৬ টাকা  দরে লেনদেন হয়। ফান্ডটি ৩৩ বারে ৬৭ হাজার ২২৭টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল পলিমার, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ও এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

সান বিডি/এসকেএস