দর পতনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৬ ১৬:২৮:২৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৭ দশমিক ৯৮ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৭৩ বারে ২ লাখ ৬৩ হাজার ৭৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৭ লাখ ৪৫ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩ বারে ৬০০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৬ শতাংশ  কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৮১ বারে ১০ লাখ ৫৬ হাজার ৯৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ‌১ লাখ ৩৯ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, মেঘনা পিইটি, ঢাকা ডায়িং, গোল্ডেন সন, সোনার বাংলা ইন্স্যুরেন্স, জুট স্পিনিং ও আল-হাজটেক্স।

সান বিডি/এসকেএস