জবিতে মুক্তমনা ও প্রকাশক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট: ২০১৫-১১-১৫ ১৯:০২:২১


JNU 1মুক্তমনা -লেখক-প্রকাশক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্রফ্রন্টের সভাপতি মুজাহিদ বলেন, একের পর এক ব্লগার-লেখক-প্রকাশক হত্যা ও তাদের ওপর হামলার পরও সরকার ও প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদ জানাই। একই সঙ্গে যতো দ্রুত সম্ভব খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানাই। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মীর মোশাররফ রাজীব বলেন, সবাইকে সংঘবদ্ধ হয়ে এসব হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি জানাতে হবে।

সরকারকেও এসব হত্যা ও হামলার বিচারে আন্তরিক হতে হবে। ছাত্র ইউনিয়নের সভাপতি আলামিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জবির ইসলামের ইতিহাস বিভাগেরর সহকারী অধ্যাপক আবু সালেহ সেকেন্দার এবং জবির ফ্লিম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমদ হালিম, প্রিয়াংকা স্বর্ণকার ও বর্ণনা ভৌমিক প্রমুখ।

সানবিডি/ঢাকা/রাআ