টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৭ ১৫:২৮:৫০
ইংল্যান্ডে চলমান বিশ্বকাপের সেমিফাইনালের উঠার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
এদিকে প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জিতে এবং বৃষ্টিতে আরও এক পয়েন্ট পেয়ে মোট ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত। হাতে আরও চারটি ম্যাচ। এর মধ্যে দুটিতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ৬ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে তারা অবস্থান করছে রাউন্ড রবিন পর্বের আট নম্বরে। আজ ভারতের বিপক্ষে হারলেই বিদায়টা নিশ্চিত হবে।
এর আগে এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে মোট ৮ বার মুখোমুখি হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যে ভারত জয় পেয়েছে মোট ৫ বার আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩ বার।