শেষ ম্যাচে জয়ের মুখ দেখলো জিম্বাবুয়ে

আপডেট: ২০১৫-১১-১৫ ২১:৩৭:৫৪


Zimbabwe cricketer Sean Williams plays a shot during the third one-day international (ODI) match between Bangladesh and Zimbabwe at the Sher-e Bangla National Stadium in Dhaka on November 11, 2015. AFP PHOTO/ Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

২০ ওভারের ম্যাচে বাংলাদেশ মোটেও ‘টাইগার’ হয়ে উঠেনি। সেটা আবার প্রমাণ করলেন মাশরাফিরা। প্রথম ম্যাচ কোনমতে জিতলেও আজ শেষ টি-টোয়েন্টিতে নাটকীয়তার জন্ম দিয়ে শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।

দুই ম্যাচের সিরিজটা তাই শেষ হয়েছে ১-১ সমতায়। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয় জিম্বাবুয়ে।

টসে জিতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১৩৫ রান করে বাংলাদেশ। জবাবে এক বল হাতে বাকি রেখে ৭ উইকেটে হারিয়ে নাটকীয় জয় তুলে নেয় সফরকারীরা।

সানবিডি/ঢাকা/রাআ