চট্টগ্রামে বে-টার্মিনাল নির্মাণ করতে আগ্রহী সিঙ্গাপুর

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-০৩ ১১:১৬:৫০


বাংলাদেশের চট্টগ্রামে বে-টার্মিনাল নির্মাণ করতে আগ্রহী সিঙ্গাপুর । বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের সি-ফেয়ারারদের সিঙ্গাপুরের সরকারি-বেসরকারি জাহাজে চাকরি দেয়ার বিষয়ে আলোচনা হয়। মেরিটাইম সেক্টরে দুই দেশের কারিগরি জ্ঞান বিনিময়ের লক্ষ্যে সিঙ্গাপুরকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সি-ফেয়ারারদের দক্ষ করে তুলতে বাংলাদেশে নতুন প্রতিষ্ঠিত চারটি মেরিন একাডেমির যেকোনো একটি একাডেমিতে প্রশিক্ষণ দেয়ার জন্য সিঙ্গাপুরকে আহ্বান জানানো হয়।

এ সময় অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলে