ব্লক মার্কেটে লেনদেন ১০ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৪ ১৫:৫০:৩৪


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৩টি  কোম্পানির প্রায় ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনে অংশ নেয়া ১৩টি কোম্পানির ৫৭ লাখ ৯৫ হাজার ৩৮০টি শেয়ার ১৫ বার হাত বদল হয়েছে। শেয়ারগুলোর মাধ্যমে ব্লকে ৯ কোটি ৮১ লাখ ৪২ হাজার টাকার লেনদেন হয়েছে।

সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের। কোম্পানিটির ৪ কোটি ৬০ লাখ ৮৭ হাজার টাকার ৪৫ লাখ ১৮ হাজার ৩৫০টি শেয়ার ১ বার হাত বদল হয়েছে। এদিন দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের।

এছাড়া আফতাব অটোর ৬৬ লাখ ২০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১৭ লাখ ৮৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৭ লাখ ২৪ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ১৭ লাখ ১০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২ লাখ ৩৪ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮ লাখ ১৪ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ৫ লাখ ৮০ হাজার টাকার, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ লাখ ৬৮ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ১১ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস